আয়ূবশাসনামলে প্রতিষ্ঠিত হয় বিধায় আয়ূবপুর নামকরণ করা হয়েছে। নরসিংদী সদর হাজিপুর ইউনিয়ন পরিষদ হইতে ভেঙে আয়ূবপুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।আয়ূবপুর ইউনিয়ন পরিষদের আয়তন প্রায় ১২.৬০ কি.মি. এবং জনসংখ্যা ৩০৫০০ জন। আয়ূবপুর ইউনিয়নে মোট ১৭ টি গ্রাম রয়েছে। এর উত্তর ও পশ্চিমে পুটিয়া ইউনিয়ন, পূর্বে পাহাড়িয়া নদী এবং দক্ষিণে হাজিপুর ইউনিয়ন অবস্থিত।http://ayubpurup.narsingdi.gov.bd/node/383829
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS