0
বিভিন্ন শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা:
ক্রমিক নং |
শ্রেণি |
শাখা |
ছাত্র-ছাত্রী সংখ্যা |
০১ |
৬ষ্ঠ |
ক |
৫০ |
০২ |
৬ষ্ঠ |
খ |
৫০ |
০৩ |
৭ম |
ক |
৫০ |
০৪ |
৭ম |
খ |
৫০ |
০৫ |
৮ম |
ক |
১০৪ |
০৬ |
৯ম |
ক |
৫০ |
০৭ |
১০ম |
ক |
৪৫ |
প্রধান শিক্ষকের বাণী:
নোয়াদিয়া কেএইচ উচ্চ বিদ্যালয়টি নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্তর্গত আয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে অবস্থিত। এটি শিবপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬২ খ্রি. প্রতিষ্ঠিত হয় অত্যন্ত সুনামের সহিত শিক্ষাদান করিয়া আসিতেছে। ২০১৫ খ্রি. সনে এসএসসি পরীক্ষার ফলাফল শতভাগ অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে ১০ম শ্রেণি পর্যন্ত পড়াশুনার সুযোগ রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিক সুলভ ব্যক্তিত্ব উদারতা, শৃংখলা সত্যনিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক মনমানসিকাতা বিকশিত করে তোলাই অত্র প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবকগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট খোলা হচ্ছে। আশা করছি ভবিষ্যতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ডাটাবেজ তৈরী করে সংরক্ষণ করা সম্ভব হবে। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।
মোহাম্মদ আবু তালেব ভূঁইয়া
প্রধান
নোয়াদিয়া, শিবপুর, নরসিংদী
বিভিন্ন শ্রেণিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা:
ক্রমিক নং |
শ্রেণি |
শাখা |
ছাত্র-ছাত্রী সংখ্যা |
০১ |
৬ষ্ঠ |
ক |
৫০ |
০২ |
৬ষ্ঠ |
খ |
৫০ |
০৩ |
৭ম |
ক |
৫০ |
০৪ |
৭ম |
খ |
৫০ |
০৫ |
৮ম |
ক |
১০৪ |
০৬ |
৯ম |
ক |
৫০ |
০৭ |
১০ম |
ক |
৪৫ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS