বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের প্রতিটি এলাকায় ছোট বড় নদী ও খাল রয়েছে। আয়ূবপুর ইউনিয়নের একটি নদী পাহাড়িয়া নদী। নদীটি উত্পত্তিস্থল মেঘনা নদী থেকে। বর্ষাকালে প্রচুর পানি থাকে এবং শীতকালে পানি শুকিয়ে যায়। নদীর পরিবেশ খুব সুন্দর। নদীর দুই পাড়ের পাড়ের মানুষের যোগাযোগের জন্য ২০০০ খ্রি: তৈরি হয় নোয়াদিয়া বেইলী ব্রীজ। ব্রীজের দুই পাশের পরিবেশ খুব সুন্দর মনোরম।ব্রীজের সুন্দর্য্য দেখার জন্য আশে পাশ থেকে অনেক দর্শনার্থী আসেন।ঢাকা-সিলেট মহাসড়ক এর নরসিংদী সদর হইতে মাত্র ১২ কি.মি. দূরে বেইলী ব্রীজ অথবা ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া হইতে ১.৫ কি.মি. দূরে বেইলী ব্রীজ অবস্থিত। ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল হইতে সিলেট গামী বাসে চড়ে আসতে হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস